পাণ্ডিত্যাভিমানী কবির প্রতি

পাণ্ডিত্যের খোঁটা পুঁতে ভেবেছিলে কায়েমী আসন
রেখে গেলে কবিতার রঙ্গমঞ্চে। মাথা করি হেঁট
আমরা ও-ক্ষেত্রে যারা নিতান্তই প্রোলিটারিয়েট
নীরবে নিলাম স’য়ে তোমার ও পণ্ডিতী তর্জন।
ধোঁয়া কেটে গেলে দেখি নাই আর বিষম গর্জন
ওপড়ানো খোঁটা লোটে একপাশে হাসির টার্গেট
সিংহাসন অবলুপ্ত শূন্যোদর তোমার পকেট
প্রেরণা দেয় না আর; প’ড়ে থাকি হতাশ্বাস মন।

কোথায় তোমার ফাঁক কিংবা ফাঁকি বোঝার আগেই
কেটে পড়ো হন্তদন্ত (মোরা মানি বিষম বিস্ময়)
নতুন দিগন্ত পানে অনুরাগে অথবা রাগেই
বোঁচকা গুটায়ে (আহা, আমাদের মনে তবু ভয়)।
হঠাৎ ধরিয়া ফেলি তোমার পাণ্ডিত্যে যাহা নেই
সে কেবল অবজ্ঞাত মানুষের অখ্যাত, হৃদয়।।