পেশাদারী বিদ্যালয়

শাদা, লাল কোন্ আলো জ্বলিবে না মোর দেহলিতে
বিশিষ্ট কারণে সেথা সনাতন ঘন অন্ধকার-
অখণ্ড ভারত ভাগ্যে মুহুর্মুহু করিবে বিস্তার
নির্জীব কালিমারাশি আর্যামির বিলুপ্ত নদীতে।
গো-ব্রাহ্মণ ধূয়া আরো গাঢ় হবে সে কৃষ্ণ নিশীথে।
সঙ্গে বণিকের নীতিপুষ্ট কাশী বিশ্ববিদ্যালয়
অতি নিরাপদ স্রোতে বাঁধিয়াছি সুখের নিলয় –
আত্মীয়, জামাই, বন্ধু – ওয়ারিশ পৈতৃক তরণীতে।

অন্য কারো অধিকার নাই জেনো সে পবিত্র স্থানে
গোঁফের মর্যাদা শুধু বোঝে এক শিকারী বিড়াল,
বাঘ নয় বাঘডাঁশা এ কথাটা নির্বোধেও জানে
মামার দাপটে তাই ভাগ্নেরাও টানে যে আড়াল
সংবরিতে উচ্চ হাসি প্রতিদিন অস্থানে কুস্থানে,
স্ফীতকায়া বাঘডাশা ক্ষোভে তাই আঁচড়ায় গাল।।