পন্থী

মরণের ল্যাঙ্ খেয়ে একদিন হতে হ’বে চিৎ
অতএব এস সখি তুলি মোরা সোনালি ফসল,
এদিকে মূর্খেরা মুখ ঢাকে টেনে ধর্মের কম্বল
যৌবনের লাল মেঘ ভিড় করে জীবনে ক্বচিৎ
(আমার অভ্যাস আছে ধার করি বিদেশী সংগীত)।
ধর্ম মাত্র অহিফেন এ কথাটা জ্ঞানী-বাবাজীর,
আমারো বিশ্বাস এতে জানে একা কম্রেড সুধীর,
বৃথা করে জ্বালাতন শতাব্দীর প্রাচীন সম্বিত।

ম্যাটার সম্পুষ্ট তুমি, তনুময় আত্ম সে তো ধূয়া
বিস্ময়ে তাকায়ে থাকি তীরে এসে ও দেহ-নদীর
অকারণে ভিড় করে রাশিয়ার মস্জিদ মন্দির (!)
তোমার ওষ্ঠের স্বাদে ম্লান হয় লাখো মালপূয়া
জীবের প্রকৃতি খুঁজি ওরা বলে ধর্ম সেরা পথ
প্রকৃতির গূঢ় সত্তা (আমি বলি) জেনেছে শ্বাপদ।।