পরিচয়

অধুনা শৃগাল তবু ভূতপূর্ব হে সিংহ শাবক
‘সিংহ’ পরিচয় দিতে হাস্যকর ও ব্যর্থ প্রয়াস,
গম্ভীর সম্ভ্রমে যারা জানায় নেপথ্যে পরিহাস
তাদেরে ভেবো না তুমি সহৃদয় বন্ধু, বিবেচক;
নাচায়ে তোমার দর্প তৃপ্ত হয় উহাদের সখ
(প্রবৃত্তির উত্তেজনা অতঃপর আড়ালে সরব)
সিংহ স্বর পরিবর্তে তব কণ্ঠে হুক্কা হুয়া রব
শুনিয়া প্রভূত কষ্টে স্থির থাকে বয়স্য পেঁচক।

যা হোক এবার তুমি নিজেকে করিও সংশোধন
ফোলালে ঘাড়ের রোঁয়া কদাপি সে হয় না কেশর
নিজ আভিজাত্য নিজে গড়ে নাও নির্বোধ সজ্জন;
পূর্বপুরুষের দীপ্ত পরিচয় হয় না বেশর,
সস্তা মেডেলের মত ঝুলে কভু থাকে না কামিজে
সিংহ পরিচয় যদি দিতে চাও সিংহ হও নিজে।