প্রার্থনা/এক

রোজ হাশরের আগে এ কি নয় খণ্ডিত প্রলয়?
মনের আকাশে মেঘ, বজ্রধ্বনি, বিদ্যুৎ সর্পিল
ধ্বংস করে নাকি এ স্বপ্নময় শান্তির নিখিল;
জ্বালায়ে কি যায় না সে জীবনের সুরভি সঞ্চয়?
তন্দ্রাহীন শর্বরীতে জাগে না কি অজানা সংশয়?
দূর দূরান্তর হ’তে আসে না কি সাপের মিছিল?
বঞ্চনার তীব্র বিষ হয় নাকি এ কণ্ঠে ফেনিল?
কি করে, কি ভাবে আমি ভুলে যাব এ খণ্ড প্রলয়?

আমার প্রার্থনা তাই শোন রব, পরওয়ারদিগার
খণ্ডিত প্রলয় দেখে থামাও তোমার কেয়ামত;
চরম ধ্বংসের আগে আজ তুমি কর পরিত্রাণ।
সবচেয়ে মূল্যবান, দুর্লভ যে মানুষের প্রাণ
তারপরে কেন এই গুরুভার, আগ্নেয় পর্বত?
করুণার মেঘ থেকে কৃপা তুমি বিলাও এবার।।