প্রেম-পন্থী

প্রেমের জটিল পথে যাত্রা যার দীর্ঘ দিন হ’তে
সমান হ’য়েছে তার দৃষ্টি মুখে বাধার প্রাকার,
ফরহাদের প্রেম শিখা আনিয়াছে প্রিয়াকে আলোতে;
গোলাব ধরিতে বুকে প্রয়োজন ছিল এ কাঁটার।

প্রয়োজন ছিল এই বিচ্ছেদ- বেদনা বিরহের …
মৃত্যুর দুর্লংঘ বেড়া পার হ’য়ে প্রাণের মঞ্জিলে
যে পথ চলিয়া গেছে, সহস্র আঘাত সে পথের
অগ্নিবর্ণ স্বপ্ন হ’য়ে জাগে লক্ষ বিরহী নিখিলে।

তৌহিদের পানপাত্র ওষ্ঠে তুলি যে করিবে পান,
নিষ্প্রেম জীবন তার রাঙাবে যে তৌহিদী সুরায়,
সহস্র আগ্নেয় শিলা- বিচ্ছেদ-অনলে বহ্নিমান
অগণ্য সংকটে তারে ডাক দেবে প্রেম-পরীক্ষায়।

মেটাতে পারেনি প্রজ্ঞা কোনদিন সে প্রাণ পিপাসা!
সৃষ্টির প্রথম কথা- শুধু প্রেম, শুধু ভালোবাসা।