প্রকাশক

কুপ্রবৃত্তি অভিমুখে আমাদের শ্রান্তিহীন গতি।
প্রধানত এই কার্য গোয়েন্দা ও যৌনকাহিনীতে
সীমাবদ্ধ এ যাবৎ। মোটা অংশ আছে টাকা প্রতি
নির্ধারিত দায়ভাগ। কিন্তু জেনো পড়িলে ঘানিতে
গোরুর বাপান্ত যথা লেখকেরও সেই এক দশা-
সর্বস্বত্ব হারায়েও প্রাণ শেষ সে ঘানি টানিতে।
হাজার লেখক মেরে এই এক ফলাও ব্যবসা
ঘোরাতে পারিলে হাল ঠাঁই পাবে অবশ্য পানিতে।

গণ্ডমূর্খ হোক না সে হেলায় মার্জিত বিদগ্ধের
নাকে দড়ি দিতে পারে একবার ধরিলে মুঠিতে
বৈদগ্ধ্য প্রতিভা আদি লুপ্ত হবে প্রাসাদ তাসের
সন্ন্যাসের কাছাকাছি নিয়ে যাবে বৎসর ঘুরিতে;
(ব্যবসা খাতিরে শুধু মুখোশের এরকম ফের
সাফল্য চুরিতে আর কখনো বা সাফল্য ছুরিতে)।।