পূর্বসূরীর প্রতি

আমরা এসেছি পথে, জীবনের সুদৃঢ় সড়কে
যেখানে প্রতিটি ইটে সুকঠিন তোমার প্রয়াস,
প্রতি পাথরের মূলে যেখানে তোমার তপ্ত শ্বাস
রক্তক্ষরা স্বেদবিন্দু ভেসে ওঠে চোখের পলকে।

একদিন যে কল্পনা নেমেছিল বিদ্যুৎ ঝলকে
তোমার নিবিড় ধ্যানে, গড়েছে সে এই ইতিহাস,
এ পথে দাড়িয়ে শুনি ঐতিহ্যের উদার আশ্বাস
(সুবে উম্মীদের দীপ্তি জেগে ওঠে উন্মুক্ত আলোকে)।

কত তন্দ্রাহীন রাত্রি কেটেছে তোমার নিরলস,
শ্রান্তিহীন দিনগুলি কেটে গেছে একাগ্র তোমার
তিক্ততম সাধনায়। পেয়েছে বিদ্রুপ উপেক্ষার,
পেয়েছে লাঞ্ছনা, ঘৃণা, সুনির্মম, বিস্বাদ, বিরস।
চাওনি সুলভ খ্যাতি (সন্ত্রস্ত করেনি অপযশ)
তোমাকে মর্যাদা দিয়ে পাই আমি পাথেয় আমার।।