পূর্ণিমা

কেটেছে অনেক রাত সজ্জিত, উজ্জল জাহান্নামে!
বিজলী বাতির নীচে ঐশ্বর্যের দেখেছি চাতুরি,
অঢেল পানীয়, খাদ্য, সাজানো কথার ফুলঝুরি;
ভূঁইফোড় ভব্যতার প্রদর্শনী দক্ষিণে ও বামে।
দেখেছি অনেক কিছু দেখিনি যা ফেলে আসা গ্রামে,
-দু’চোখ ধাঁধানো রঙ, কৃত্রিম বর্ণের জুয়াচুরি,
ভদ্ৰবেশি সভ্যতার অন্তরালে এই বাঁকা ছুরি
কিম্বা এই বাঘ নখ অকপট বন্ধুত্বের নামে।

অসহ্য হয়েছে মনে, দুঃসহ ভেবেছি সারাক্ষণ,
আলোকিত রঙ্গমঞ্চ মোছে না তো মনের ম্লানিমা
উন্মুক্ত আকাশ নীলা, আমি চাই তারা অগণন
গণ্ডীতে বা বেষ্টনীতে অবরুদ্ধ নয় যার সীমা
গুমোট দিনের শেষে নামে যেথা আলোর প্লাবন
যেখানে রাণীর মত গেয়ে ওঠে রাত্রির পূর্ণিমা।।