পুঁথি-পড়া: মুহার্রাম মাসে-২

পুঁথি পড়া শেষ হলে চাঁদ নিভে গিয়েছে যখন
দরগা তলার বনে (আউলিয়ার মাজার যেখানে),
পূবের হাওয়ার স্বর কারবালার স্মৃতি ব’য়ে আনে
দূরে ব’য়ে যায় নদী মধুমতী স্বপ্নের মতন …

সে নদীর গতি স্রোতে ফোরাতের র’য়েছে স্পন্দন
পাড়ি দিয়ে বহু মাঠ যে চ’লেছে সমুদ্রের পানে,
খরস্রোতে উচ্ছসিত জানি না কি বেদনার টানে
ভেঙে চলে দুই পাড়; ভেঙে চলে ঘুম ভরা বন।

পুঁথির করুণ সুর মিশে যায় গতিভঙ্গে তার
অব্যক্ত কথার স্রোতে নিশান্তের আকাশের পানে,
পুঞ্জীভূত বেদনার মূল কোথা বুঝি সে-ই জানে
যে জানে কখন, কবে শুরু হল কান্না সখিনার;
ইমামের কষ্ঠে তীক্ষ্ণ দুরি কবে চালালো সীমার,
পিরহানের মত যার – রক্তরেখা নীল আসমানে।।