রাজতন্ত্র

নির্বোধ বালকদলে কথঞ্চিৎ সুবুদ্ধি ঢোকাতে
সদাশয় রাজতন্ত্র দায় ঠেকে কিঞ্চিৎ নাচার
সর্বদাই ব্যতিব্যস্ত সৈন্যদের সংগিন জোগাতে
সম্মুখে অবলা পেলে করিয়া সবল অত্যাচার।
এ চিরাচরিত প্রথা! প্রজা আর পশুদের মাঝে
কোন দিনই ছিল নাকো সীমারেখা অশ্রু ভব্যতার
অতএব গাঁট্টা মেরে অহর্নিশি কাজে ও অকাজে
বিচারের নামে নিত্য চলেছে কিঞ্চিৎ অবিচার।

কখনো করেনি প্রজা তারস্বরে কোন প্রতিবাদ
সব কথা শুনেছে সে পোষ-মানা পশুদের মত
কালের কুটিল চক্রে ঘনালো এ তিক্ত বিসম্বাদ
প্রজার নির্বোধ পুত্র ফণা তোলে সংগিন আহত
অক্ষুণ্ণ রাখিতে তন্ত্র অগত্যা এ সংগত আঘাত
সুবুদ্ধি হ’লেই জানি হবে শিশু বিপ্লব-বিরত।।