রক পাখী

যেখানে আকাশ জুড়ে উর্ধ্ব শূন্যে ওড়ে রক পাখী
ছায়া পড়ে পৃথিবীতে, ছায়া পড়ে দিগন্তে বিশাল,
যেখানে বিস্ময়ে শুধু দেখে চেয়ে অন্তহীন কাল;
সেখানে বিরাট সত্তা উড়ে যায় গতি-চিহ্ন আঁখি।
বিদ্যুতের মত বেগ, বিদ্যুতের মত তীক্ষ্ণ আঁখি
অরণ্যে ও বিয়াবানে খুঁজে ফেরে বৃহৎ শিকার,
বজ্র বেগে হানা দিয়ে তুলে নেয় আহার্য ক্ষুধার
তারপর উড়ে যায় … দু’পাখায় দুরন্ত বৈশাখী।

যে মহাকাব্যের মুক্ত বিহঙ্গম, পূর্ণ কল্পনার
সে এক আশ্চর্য সৃষ্টি, তা’কে ধরা যাবে না সহজে,
এসেছিল একদা যে জীবনের পরিপূর্ণ ভোজে
মহৎ সৃষ্টির শেষে মিলালো সে প্রান্তে নীলিমার।
এখানে বিস্ময়ে দেখি চিত্র শুধু ইতর সত্তার;
এ যুগের ধূর্ত কাক নর্দমায় কৃমি কীট খোঁজে।।