রসায়ন

অসংখ্য পেটেন্টে যবে ছেয়ে গেল বিশাল ভুবন
ছেয়ে গেল কলকাতার গুপ্তপুরী বিদেশী রাবারে,
আনন্দ-বোতল টেনে চিত্ত যবে গাহে তাহে তারে-নারে;
করিয়া বেফাঁস কাণ্ড প্রতিক্ষণে লজ্জা পায় মন।
(দুরারোগ্য ব্যাধি সেই ভেবে আমি দেখিনু তখন)।
বহুবিধ তথ্য ঘাটি মিলিল না যখন দাওয়াই,
বুঝিনু ঘুষির চেয়ে অন্য কোন্ শ্রেষ্ঠ দাওয়া নাই।
অসম্ভব জেনে সেটা রচিলাম অমর পাচন।

যদিও বিস্বাদ কিছু উপকারে নিঃসন্দেহ আমি
(কেননা গোয়ালা কবে বলিয়াছে তার দধি টক!)
অল্প কিছু পান করি মিটে যায় যদি সব সখ
আবার করিও পান মধ্যপথে নাহি যেয়ো থামি।
গোয়ালার রেফারেন্স দিয়া বলি:ওগো পশুগণ,
নিঃসংশয়ে করো পান কবিরাজ ফৈজীর পাচন।।