সাদী

‘সৌন্দর্যের সাথে জ্ঞান’ মিশে আছে যেখানে, সাদীর
দেখা পাবে সেখানেই, কেননা যে গোলাবের মূলে
লালিত, সুরভি তার সকল হাওয়ায় ওঠে দুলে;
অতিক্রম ক’রে যায় অনায়াসে বাধা শতাব্দীর।
উজ্জ্বল কুতুব তারা অন্ধকারে সঘন রাত্রির
যাত্রীকে দেখায় পথ যখনি সে চলে দিশা ভুলে;
প্রান্তরে বা বিয়াবানে অন্তহীন সমুদ্রে,- অকূলে;
তখনি তো রোশনি তার দীর্ণ করে রাত্রির তিমির।

সব মৌসুমের শস্য তুলে নিল যে তার ভাণ্ডারে,
বিশ্বের গুলিস্তাঁ থেকে কুড়ালো যে ফুলের ফসল
জ্ঞানী সে, মরমী জন, প্রেমপন্থী; … সে চির উজ্জ্বল
নিঃস্বার্থ সেবায় ত্যাগে সংখ্যাহীন প্রাণের দুয়ারে।
প্রেমে ও প্রজ্ঞায় ধীর চায়নি সে খোলস কেবল;
পেয়েছে হৃদয়ে ঠাঁট জানি তাই এ বিশ্ব সংসারে।।