শাহ্‌নামা

‘মহাম্মদ খাতের কহে এলাহি ভাবিয়া
কেচ্ছা লিখি শাহনামা কেতাব দেখিয়া।।’

অনেক অচেনা রাজ্য, রাজধানী কিম্বা জনপদ
পার হয় খরস্রোতা যে নদী সমুদ্র নীলে মেশে,
উদ্দাম নদীতে সেই,- যার পথে প্রতিটি নিমেষে
বজ্রের আওয়াজ আর সংখ্যাহীন অচেনা বিপদ,
এ মহাকাব্যের বুকে তেমনি অসংখ্য নদী, নদ
সময়ের খরস্রোতে মিশে গেছে নিভৃতে নিঃশেষে
(অতৃপ্ত আকাক্ষা, লোভ, অহমিকা ব্যর্থতার দেশে
মিশে গেছে;… মিশে গেছে পানপাত্র, পেয়ালার মদ)।

জামশীদ দেখেছে ধ্বংস, অপমৃত্যু দেখেছে জোহাক,
রুস্তমের অহমিকা আত্মঘাতী নিজের খঞ্জরে
দেখেছে জীবনপথে বিদ্ধ তার নিজের পঞ্জরে,
অসমাপ্ত জীবনের মধ্যদিনে মরণের ডাক
শুনে গেছে অত্যাচারী অতর্কিতে মৃত্যুর গহ্বরে
(নির্নিমেষ কাল শুধু দেখেছে যা নির্মম নির্বাক)।।