সালসার বিজ্ঞাপন

বিরাশী ঘোড়ার বল মুহূর্তেই পাবে,
অসংখ্য রমণী-রত্ন লুটাবে দু’পায়ে,
আমার সালসা খাও। পড়িলে অভাবে
ধার কর্জ করি কিম্বা যে কোন উপায়ে
বোতল সালসা কেনো ঘোড়া মার্কা খাঁটি
(পরীর হাটের কাছে চালু কারবার
যেখানে বুড়োরা খেলে বৈকালে কপাটি
সেখানে দোকান করি ওয়ারিশ মামার)।

শরীফ মহলে নিত্য মোর যাতায়াত
গুণীর কদর শুধু বোঝেন তাঁরাই,
তাঁদের মেহেরবাণী ফেরালো বরাত,
পর-উপকার হেতু বিজ্ঞাপনে তাই
পারদ-ঘটিত মোর সালসার বাত
শরিফতকামীদের সামীপ্যে জানাই।।