সাম্প্রতিক

নিয়ো না কর্মীর বেশ, ও বুদ্ধিটা নয় সাম্প্রতিক,
ত্যাগের মহিমা গাথা – ওটাও তো নেহাৎ পুরানো,
তবু কেন জেগে ওঠে তোমাদের ওসব বাতিক
প্রাচীন তো অর্থহীন এ খবর তুমি ভালো জানো।
খোলাফায়ে রাশেদীন কেন যে এখনো সাড়া তোলে
বুঝিতে পারি না আমি (না বোঝারো র’য়েছে কারণ
যখন আমার মন শ্যাম্পেনের লাল ছন্দে দোলে
আপনি গড়িয়া তুলি প্রেয়সীর সহস্র তোরণ)।

রেনেসাঁ খেলার মাঠে, রেসকোর্সে, নীল প্রগতির
অর্থ কিছু জানো তুমি (মন হয় কিছুই জানো না),
তোমার মগজে শুধু বস্তা পচা কথা করে ভিড়।
পশ্চিমের ব্যাখ্যামতে মনে হয় তুমি যেন নোনা
সমুদ্রতীরের প্রাণী, পাও নাই আলোর ঝলক;
দেখনি গর্বের চোখে শতাব্দীর আবিষ্ট পলক।।