সাড়া

টুকরো কাগজ উড়লো আকাশে পৃথিবীর জঞ্জাল,
এইটুকু লেখা, তোমার খবর পাইনি অনেক কাল।
চেয়ে দেখি লাখো টুকরো ওড়ে
দিন রাত্রির শুকনো ঝড়ে।
রস-বঞ্চিত তনু-মনে তবু বদলায় দেখি চাল,
সংবাদ চাই, তোমার খবর পাইনি অনেক কাল।’
সংবাদ আমি পাই নাই আজো, তোমরাও পাও নাই,
আমিও জানতে চাইনি খবর তোমরাও চাও নাই,
এরি মাঝে কবে ভিত্তি টুটি,
সোনার ধরণী পৃথ্বী-টুটি,
আমাদের মাঝে গড়েছি কখন আকাশের ব্যবধান
পাখা-ভেঙে-পড়া দূরের যাত্রী ভুলেছি চলার গান।
সেই দিন থেকে পাই না খবর। কোথায় না তুমি থাকো?
উত্তর দিও, উত্তর দিও এ মিনতি মোর রাখো।
আঁধারে হারায়ে তিমির-পথ
নিঃস্ব রাতের ভবিষ্যৎ
বঞ্চিত তনু-মনে শুধু জাগে রুক্ষ কঠিন হাড়,
শ্রাবণ-সঘন-বাদল-ঝরানো রজনী ব্যথা-নিসাড়।
ঝরে বনান্তে অবিরাম ধারা অশ্রুর মত মেঘ,
আমার অশ্রুহীন অন্তরে শুধুই বজ্র বেগ,
শূন্যের মাঝে ঝাপটে পাখ
ভুলেছি অশ্রু, ভুলেছি ডাক,
তিক্ত শোণিতে জ্বলে স্ফুলিঙ্গ অশ্রু বেদনাহীন,
মৃত্যুর মত নিরাশ পৃথিবী, বিষাক্ত ক্রূর দিন।
তুমি যদি শুধু উত্তর দাও, পাই যদি শুধু সাড়া,
বইবে আমার শিরায় আবার সহস্র প্রাণধারা,
রবে না এ তনু-মন শ্রীহীন,
জাগবে স্বপ্ন-স্বর্ণ দিন,
হালকা পাখায় তুরীয়ানন্দ ব্যাকুল দুচোখে নীর,
পুরানো ভিটায় বাঁধবো আমরা আবার নতুন নীড়।।