সাতান্ন’র কবিতা/দুই

যে বিপ্লব চেয়েছিল এক দিন মুক্ত মুজাদ্দিদ,
মর্দে মুজাহিদ, – সেই বেরিলির সৈয়দ আহমদ
গেলে দলি’- দুই পায়ে গোলামীর সীমা ও সর্হদ,
আল্লার পিয়ারা বান্দা বালাকোটে হ’ল সে শহীদ;

সংঘাতের দিনে তবু হয়নি কখনো না-উম্মীদ,
শহীদের অনুগামী মৃত্যু মাঠে গেছে দৃপ্ত পদ,
জঙ্গের ময়দানে ওরা পেয়েছে সে শহীদী সনদ;
সিপাহী বিপ্লবে ওরা গেছে ভেঙে যুগান্তের নিঁদ।

একশো বছর পরে জাগে মনে সে দিনের কথা,
একশো বছর পরে জাগে প্রাণ সে রক্ত প্রবাহে,
কীটদষ্ট পিতৃভূমি জাগে আজ তীব্রতর দাহে
(ক্ষতচিহ্ন হ’তে যার মোছে নাই এখনো ব্যর্থতা),
শহীদের স্বপ্নসাধ যে মাটিতে পায়নি পূর্ণতা
সেখানে জ্বেহাদী মাঠে মৃত্যু কিম্বা প্রাণের উদ্বাহে।।