সাতান্ন’র কবিতা /এক

(সিপাহী বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষে)

বিক্ষুব্ধ দিনের প্রান্তে দোলা দিল বিপ্লবের দিন।
কীটদষ্ট পিতৃভূমি কান পেতে শোনে বুঝি সে-ও,
অসংখ্য প্রাণের সাথে জাগে তারা বিক্ষোভ প্রাণেও,
লক্ষ শহীদের রক্তে রাঙানো সে কাহিনী প্রাচীন।
একশো বছর আগে; তবু আজও আছে অমলিন
সেদিনের স্মৃতি-গাঁথা শহীদের লাল রক্তে আঁকা;
রক্ত-ঝড়ে-ঘূর্ণাবর্তে সেদিনের জেহাদী পতাকা
জেগে আছে বুকে নিয়ে জালিমের কৌশলী সঙ্গিন।

‘রাঙা দুল্হিনের মত’ যে শহর শহীদের খুনে
রক্ত লাল, রক্ত লাল যত মাঠ পল্লী ও প্রান্তর,
কিম্বা যত মুজাহিদ, এল ছেড়ে স্বার্থ বা আরাম
তাদের বিপ্লব গাঁথা দোলা দেয় প্রদীপ্ত আগুনে
যেমন অসংখ্য তারা (রাখি নাই যাদের খবর
স্মৃতির আঁধার পটে মুক্ত হল সেই সব নাম)।।