সে নামে ডেকেছি আমি

সে নামে ডেকেছি আমি যে নামে ডাকেনি কেউ তা’কে,
সে মন দেখেছি আমি যে মন দেখেনি কেউ আর:
শরৎ রাত্রির মত যে মন মেলেছে লঘুভার
স্বপ্ন-সুরভিত পাখা ম্লান করি ধূসর সন্ধ্যাকে।
অজস্র সংঘাতক্লিষ্ট জীবনের ক্লান্তি-দীর্ণ বাঁকে
যে মনের দীপ্ত সাড়া পেয়েছি অজ্ঞাতে বহুবার
-প্রেমের ক্ষণিক দ্যুতি সে উজ্জ্বল বিস্ময় আমার
মুছেচে ক্লান্তির মেঘ- পুঞ্জীভূত মৃত্যু-তমিস্রাকে।

হাজার ঝড়ের দেশ পার হ’য়ে করিনি সংশয়,
সে দীপ্ত মুহূর্ত মোর অকলঙ্ক মাধুর্য স্বপ্নের
মনের নিভৃত কোষে রেখে গেছে অশেষ সঞ্চয়
সুসম্পূর্ণ আকাশের প্রতিভাস বক্ষে শিশিরের;
যে আকাশে তারা জ্বলে যে আকাশে নাই মৃত্যু ভয়
শরৎ রাত্রির মত যে আকাশ অমেয় প্রেমের।।