শেষ জওয়াব

‘ওরা অন্যের কাজ কি বোঝে না মোটে,
কেন তবে এই ভুল অহমিকা জোটে?’

‘চায় না তো কাজ, খ্যাতি শুধু চায় জানি,
খেটে প্রচুর সম্মান, সম্মানী।।

‘দেখে প্রতিদিন ফেরাউনী খাস্লৎ
কে দেবে ওদের কর্মীর ইজ্জৎ?’

‘মাটির তলায় সাড়ে তিন হাত ঘর,
পাবে সেখানেই অন্তিম সুখবর।’