শেষ কথা

কিছু লেখা হল আর অলিখিত র’য়ে গেল ঢের
কিছু বলা হ’ল আর হয়নি অনেক কিছু বলা;
অনেক দিগন্তে আজও হয় নাই শুরু পথ চলা,
কে জানে সকল কথা? কে পেয়েছে সংজ্ঞা সময়ের?

শুধু নিমেষের রঙে এই সব গান মুহূর্তের
অতলান্ত দরিয়ায় এ সব বুদ্বুদ গোত্রহীন
কখনো উঠেছে কেঁদে, কখনো বা হয়েছে রঙিন
দু’দণ্ড খেলার ছলে স্পর্শ নিতে পূর্ণ জীবনের।

লক্ষ যুগ যুগান্তর মিটে যায় যেখানে পলকে
সেখানে এ বুদ্বুদের কান্না-হাসি, সংশয়িত কাল
কতটুকু? তবু তারে রাখে ঘিরে প্রদোষ সকাল
রঙের বৈচিত্র্য দিয়ে, অন্ধকার তারার ঝলকে
দূরের ইশারা এনে; (মুহুর্তের আনন্দ উত্তাল
উদ্ভাসিত হ’য়ে ওঠে দিক দিগন্তে শাশ্বত আলোকে)।।