এ মুহুর্ত দীর্ঘ হোক, জনতার প্রমত্ত কল্লোল
দোলা দিক তৃপ্তিহীন অনির্বাণ কামনার মুখে
নগ্ন মুমূর্ষর বুকে শেষবার দিক শেষ দোল,
দীর্ঘ হোক এ মুহুর্ত। পথ প্রান্তে পাথরের বুকে
(শিলীভূত মূর্তি বুঝি) সাড়া জাগে নাই কোনদিন
জাগে নাই জনতার মত্ততায় সর্বগ্রাসী ঝড়
মুহূর্ত বিজয়ী সেই পাথরের মূর্তি স্পন্দহীন
কান পেতে শোনে নাই জীবনের অতৃপ্ত মর্মর।
আমি শুনিয়াছি গান, ভুলের মুহূর্তে কতবার
উঠেছি চঞ্চল হ’য়ে, ব্যবধান দীর্ঘ সময়ের
সে গান নিয়েছে মুছি। তবু মুখ তোলো শেষবার
সব কথা ব’লে যাবো, দেখে যাব সব শেষ এর
আমি তো পাথর নই- পাথরের মূর্তি নির্বিকার-
তাইতো এখনো আমি স্বপ্ন দেখি শেষ মুহূর্তের।।