শিকল

শিকল যদিও শিথিল হ’য়েছে বণিক রাজার
পুঁজিবাদ তবু শতমুখে তার বিষ ছড়ায়,
বর্গীরা লোটে দুই হাতে ধান, শূন্য খামার
বিরান বাগের বুলবুল হ’ল শকুনি হায়,
মজ্লুমানের রক্তে এখনো পৃথ্বি লাল;
কোথায় ওড়াবো শান্তি প্রতীক আল-হেলাল?

কোথায় ওড়াবো হেলাল? সামনে মৃত্যু-প্রাকার!
কোথায় আমার মুক্তির দিশা- পথ রঙিন?
হানে বিশ্বাসে ইব্‌লিস্‌ তার খঞ্জর ধার,

হায় পলাতক এখনো তোমার আসেনি দিন,
খোলেনি অন্ধ আজো কবন্ধ রাতের খিল
আঁধারের চেয়ে আরো বিষাক্ত, ক্রূর, জটিল।
আবার তোমার তুর্য বাজাও নবীন নকীব,
তিমিরাবর্তে এখনো রাতের হয়নি শেষ,
পদতলে প’ড়ে আছে জনগণ বিশীর্ণ ক্লীব
অনাবিষ্কৃত আমার স্বাধীন স্বপ্নদেশ!
বাজাও তোমার তূর্য নকীব! জ্বালো আগুন,
দেখো হানা দেয় এখনো দুপাশে দস্যু হুন।

এখনো আঁধারে হানা দিয়ে ফেরে পুঁজিবাদী পাপ,
এখনো আকাশ ভরে মানুষের আর্তরোলে,
এখনো ছড়ায় পথে-প্রান্তরে কোটি অভিশাপ,
ধনতন্ত্রের প্রেত ঘোরে আজো চতুর্দোলে,
ঘোরে বুভুক্ষু জনগণ পথে পাংশু মুখে;
দ্বার থেকে দ্বারে ফেরে তার দাবী ক্লান্ত বুকে।

হে নকীব! জাগো, জাগাও সুপ্ত দিগন্ত নীল,
সব বন্ধন মুক্তির সুর বাজাও আজ,
ইস্রাফিলের ‘সূরে’ ভেঙে দাও বিশ্ব নিখিল,
ইস্রাফিলের ‘সূরে’ পৃথিবীকে জাগাও আজ!
চির পলাতক শিকার সে হোক দৃপ্ত আজ;
মানবতা হোক নির্যাতিতের মাথার তাজ।।