শবে-কদর উপলক্ষে

এখনো সে পুণ্য রাত্রি নামে পৃথিবীতে, কিন্তু প্রাণ
এক অন্ধকার ছেড়ে অন্য এক আঁধারে হারায়,
ঊর্ধ্বের ইঙ্গিত আসে লক্ষ মুখে, অজস্র ধারায়;
নর্দমার কীট শুধু পাপ-পঙ্কে খোঁজে পরিত্রাণ।

সৃষ্টি রহস্যের মুলে দিশাহারা যেখানে বিজ্ঞান
কালের সম্মুখে প্রজ্ঞা যেখানে শংকায় শিহরায়,
নাস্তিকের অহমিকা ঘনতর রাত্রির ছায়ায়
শুধু সংশয়ের মুখে হয় সে তিমিরে ঘূর্ণমান।

দুই আঁধারের স্রোতে কিশ্তী আজ খুঁজে ফেরে তীর;
শবভুক পিশাচের ধ্বনি শুধু ভেসে আসে কানে;
আত্মার প্রশান্তি গ্রাস করে ছায়া উদভ্রান্ত মতের;
সে আজ দেখাতে রাহা এ সংশয়ে, … শবে কদরের
(কত অপলক দৃষ্টি জাগে আজও যে পথ-সন্ধানে);
জুলমাতের এলাকায় বলে দাও নিঃসঙ্গ খিজির।।