সমস্যা

এখন শহর ঘুমায়েছে, রাত শেষ
রাত শেষ নয় এখন অনেক রাত
(পাণ্ডুতা দূরে?) ম্লান বিদ্যুৎ আলো
কুয়াশায় মেঘে প্রভাতের ভুল হয়,
জীবনে এখন চূড়ান্ত পরাজয়;
কারখানা দৃঢ় পেশীও শিথিল ঘুমালো।

আজ রাতে ঘুম আসেনি তোমার শুধু?
বেকার জীবন (বেকার তারার মত)।
আলোক ছড়ায়; গ্যাসবাতি পথে পথে
আলো ছড়ায়েও মূল্য পেল না ওরা
প্রাণহীন ওরা পুতুলের মত তাই
বেকার জীবনে প্রাণহীনতার কোন দাম মেলে নাই।
আলো ছড়ায়েছি আঁধারের বুকে অলক্ষ্য সুগোপন
সে গোপনতার পিছে ফেলে ভুল সন্ধান করা মন।

তারপর? শেষে রাত শেষ হবে- যখন কুয়াশা নাই
বেকার মনের শ্রান্তি তখন- বেকার দেহের তরে
বৃথা চেষ্টার পথ খুঁজে মরে, ফুটপাথ হাতড়াই
তখনো বেকার মন অচেতন কালো রাত্রির ডরে।

একদিন হবে দিনের বেকার সমস্যা সমাধান
দেহের সকল প্রয়োজন মিটে পথ খোলা সন্ধ্যায়
তখন মনের বেকার ক্ষুধার রাত্রির হাহাকার
আর শুধু ঝড় তারকা হারানো নোঙ্গর ছেঁড়া গান
কক্ষচ্যুত উদ্ধা পেল না অলক্ষ্য সমাধান।।