সম্পাদক

বৈশাখ বজ্রের মত মোর কণ্ঠে মানুষের দাবী;
মানবতা প্রভৃতির একমাত্র আমি কারবারী
বিশেষ অবৈধ সূত্রে হাতে এল সুবর্ণের চাবি
গণতন্ত্র ব্যবসায়ে মেজাজ তূরীয় দরবারী।
গর্ভ-নিরোধের কিছু বিজ্ঞাপন করিয়া সম্বল
মানবকল্যাণে দিই রাজনীতি দরিয়ায় পাড়ি,
জনসেবা ব্ৰত মোর (ঢাকুক না বটিকা কৌশল
অজ্ঞাত শিশুর মুখ অচিরাৎ আসিবে কাণ্ডারী)।

বিজ্ঞানসম্মত এই শিশুরোধ, – বর্বর যুগের
শিশু হত্যা নয় জেনো, এ কেবল জন্মনিয়ন্ত্রণ।
সর্বদা সজাগ আমি অধিকার নিয়ে মানুষের-
(মোটর চলে না যদি কিছু নাহি ঘটে অঘটন)
তাই তো সতর্ক করি নিয়ো না আকৃতি ফানুসের-
জন্ম-নিয়ন্ত্রণ নয় সভ্যতার অকাল মরণ।।