সাম্পান মাঝির গান/দুই

সাম্পান মাঝির গান ভেসে আসে কর্ণফুলী তীরে
মুক্তপক্ষ বিহঙ্গম পাখা মেলে রাত্রির হাওয়ায়,
সামুদ্রিক মুক্তি চায় নোনা পাখী ঘেরা মোহানায়,
অশরীরী আত্মা যেন ওঠে শূন্যে নভঃনীল চিরে।
মুশতারি সিতারা জ্বলে শতাব্দীর নিরন্ধ্র তিমিরে,
পাঠায় আলোকরশ্মি ঘনতর রাত্রির ছায়ায়,
বিস্মৃত স্বপ্নের স্পর্শে অথবা কোমল সান্ত্বনায়
সাম্পান মাঝির সুর পৃথিবীর কোলে আসে ফিরে।

ঝড়-শ্রান্ত কষ্ঠে তার শতাব্দীর উত্তরাধিকার
সময়ের খরস্রোতে জাগে ফের দীপ্ত মহিমায়,
জাগায় কোমল স্বপ্ন ভুলে গিয়ে সহস্র সংঘাত।
অকুণ্ঠ যেমন দীপ্ত আশীর্বাণী বার আউলিয়ার
সমুদ্রের খরস্রোতে দোল খেয়ে রাত্রির ছায়ায়
জাগায়েছে এ মাটিতে শবে-কদরের পূর্ণ রাত।।