সাম্পান মাঝির গান/এক

যেখানে লবণ-গন্ধী সমুদ্রের উদ্দাম হাওয়ায়
দুর্বার তরঙ্গ ওঠে- হিংস্র, তীক্ষ্ণ ফণা আজদাহার,
যেখানে আকাশ ছোঁয়া মৃত্যু ক্ষুব্ধ দিগন্ত কিনার,
উজ্জ্বল পৃথিবী দূরে মিশে যায় অস্পষ্ট ছায়ায়
সেখানে সাম্পান মাঝি শংকাহীন সংগ্রামী সত্তায়
তরঙ্গে তুফানে তীব্র দোল খেয়ে হয়ে যায় পার,
নির্ভীক সেনানী সেই দরিয়ার নিঃশঙ্ক সওয়ার;
তারপর ফিরে আসে কর্ণফুলী নদী মোহনায়।

সাম্পান মাঝির কণ্ঠে দীপ্ত হয় জীবনের গান
মাটির, মাঠের বুকে সে মুহূর্তে উজ্জ্বল, মধুর,
তরঙ্গিত সমুদ্রের আশ্চর্য সজীব কলতান।

বন্দরের পথে এসে খুঁজে পায় মৃত্তিকার সুর,
কখনো স্বপ্নালু আর কখনো বা বেদনা বিধূর
পরিচিত পৃথিবীর বুকে স্থির, উজ্জ্বল, অম্লান।।