সোনার গাঁও: একটি প্রাচীন স্মৃতি

এখনো সোনার গাঁও জেগে আছে সেই স্মৃতি নিয়ে
ইরানের মিছরিদানা নেমেছিল এ মাঠে যে দিন,
এসেছিল বুলবুল সে খুশীর পয়গাম জানিয়ে;
চম্পার মদির স্বপ্নে জেগেছিল আনন্দ রঙিন।

নার্গিস, গোলাব আর জাফরানের দূর দেশ থেকে
হাফিজের সওগাত এসেছিল ফাল্গুন বীণায়,
দোয়েল, শ্যামার সাথে বুলবুল উঠেছিল ডেকে
চামেলি, যূথীর বনে, কেতকীর নিবিড় ছায়ায়।

সে দিনের সে আনন্দ,- পরিপূর্ণ চাঁদ পূর্ণিমার
গুমোট দিনের শেষে প্রতীক্ষিত অতিথির মত
শ্যামল নদীর দেশে এনেছিল সুরের জোয়ার;
মেলেছিল বৃন্তে দল ছিল যারা ভার অবনত!

হারানো দিনের স্মৃতি: হাসি-অশ্রু-আনন্দ-সজল
পদ্মা মেঘনার দেশে জাগে আজও ইরানী গজল।