সংলাপ

(সুবিধাবাদীর সৌজন্যে)

১ম
এদিকেও নই, ওদিকেও নই, আছি মাঝখানে,
যখন যেদিকে লাভ খুঁজে পাই, অশ্ব ছোটাই,
রঙিন সড়কে কড়িও জোটাই নামও ফোটাই;
সুবিধাবাদের পন্থা যে চেনে শুধু সেই জানে।

২য়
এ পথের মজা আর এ পথের মার বিস্বাদ
চাখতেই হবে, সুযোগ পেলেই ওরা নেবে দাদ।
সব বিশ্বাস ফুরাবে যে দিন, হোয়ো না অবাক
দেব না লুটতে দু’দিকে সে দিন ‘ডুড ও টামাক’।

১ম
বোঝে না সহসা ঘুমন্ত এই জনসাধারণ
অতি হুঁশিয়ার সুবিধাবাদীর কথোপকথন।
সামলিয়ে যদি চাল দাও ভায়া না হয়ে বেতাল;
ভ্রান্ত জনতা বোঝার আগেই ধ’রবে সে তাল।

২য়
কিন্তু যে দিন বুঝবে সে দিন ঠিক বুঝবেই
সকল সড়কে সুবিধাবাদীকে ওরা খুঁজবেই,
চির দিন এই প্যাঁচটা তাদের রবে না অজানা;
আজ থেকে ভাই খুঁজে ফেরো তাই নতুন ঠিকানা।।