স্বর্ণঈগল

শূন্যে আলোড়ন তুলে আলোকিত নভে যায় উড়ে
মুক্তপক্ষ প্রভাতের যে স্বর্ণঈগল, বিহঙ্গ সে
উদ্দীপ্ত গতির স্রোতে, সঞ্জীবিত নব প্রাণ রসে
যায় পূর্ণ প্রাণাবেগে, শব্দ ওঠে নীলাকাশ জুড়ে।

আতপ্ত রাত্রির নীড় পৃথিবীকে যায় পায়ে ছুঁড়ে
টুকরো খড়, পরিত্যক্ত তৃণের মতন। স্তরে স্তরে
মেঘপুঞ্জ দীর্ণ করে দূর নভে দূরে দূরান্তরে,
আরও উচ্চে আরও উর্ধ্বে পরিপূর্ণ জীবনের সুরে।

গতির আনন্দ তার মান নয় ঝড়ে বা সংঘাতে,
সব সংঘাতের মুখে সংগ্রামী সে নিষ্কম্প, নির্ভীক;
পথের সকল বাধা দূর করে যে পক্ষ সাপটে!

দুর্জয়, দুর্বার, দৃঢ় রাখে পূর্ণ শক্তি যে পাখাতে
মরুর দুরন্ত ঝড়ে কোন দিন ভোলে না যে দিক,
পায় সে আনন্দ খুঁজে ঘূর্ণাবর্তে; ঝড়ের ঝাপটে।।