স্মরণ

সহজ সত্যের মত কতবার মৃত্যু এল, আর
কতবার মৃত্যু গেল চ’লে। কত ফুল ঘুমালো ধুলায়
কত ফুলে গাঁথা হ’ল বাসর শয্যায় উপহার।
মৃত্যু এল কত গৃহে। ভেঙে দিয়ে পুরানো কুলায়
মৃত্যু এল নতুনের বুকে। তুমি যারে ভালোবাসো
মৃত্যু তার বুকে বসি পান করে সব ভালোবাসা।
এও তো সহজ সত্য। কত ভোলো আর কত হাসো
তোমার বুকের কোণে ঘুমালো যে তার শেষ আশা

সমাধির বুকে ঢাকো। দিন আসে- সে দিন ফুরায়।
তবু তিমিরের বুকে তারকা-স্মরণ স্বয়ম্বর
-বিগত দিনের স্মৃতি। হারানো সুরের বীথিকায়
গানের সন্ধান করো, ভেঙে যায় সুরের নির্ভর
তবুও স্মরণে জাগে। কত গান আসে আর যায়
কত পথ-ভোলা গান রেখে যায় অটুট স্বাক্ষর।