স্বরূপ

তোমাকে দেখিনি আমি হে ধীমান! জামা’তে কদাপি,
তোমাকে পেয়েছি তবু সর্ব অগ্রে নেতৃত্বের মাঠে,
তুমি যেন সে গোত্রের দেহ যারা ফিরি করে হাটে
কাহারো বণিতা নয় সকলের বণিতা তথাপি
রৌপ্য-চক্র বিনিময়ে মিটাইতে পারো সব দাবী।
বহুবল্লভের মনে আধিপত্য তুলনা-বিহীন
বহু ট্যাক ফাঁস করি নিজে হও সাফল্য-রঙিন
অনায়াসে হাত করো নেতৃত্ব ও দস্যুতার চাবি।

তোমার গুণের কথা বিদিত এ দীন বঙ্গ দেশে
ভরিতে তোমার গর্ত দেউলিয়া জরুতা আকুল।
মস্‌নদ ছেড়ে তুমি মাঝে মাঝে দেখা দিও হেসে
তাতেই কৃতার্থ হ’বে ভক্তবৃন্দ ভক্তিসমাকুল,
ছড়াবে তোমার নাম ইতিহাস বামে ও দক্ষিণে
তুমি ধন্য করো এসে আমাদের কাঁচা মাথা কিনে।।