সৃষ্টির গান

নব সৃষ্টির বুনিয়াদ হ’ল শুরু…
আমরা ক’জন কারিগর এক সাথে
গড়ি বুনিয়াদ একাগ্র সাধনাতে।।

এ বুনিয়াদের প্রতি ইটে আর
প্রতিটি পাথরে লেখা
সৃষ্টি-মুখর সজীব মনের
তপ্ত রক্ত রেখা,
নতুন মিনার, রঙিন খিলান
উঠবে ভিত্তি পরে
আমাদেরি বিশ্বাসে।।

নাই বিশ্রাম, নাই যে বিরতি নাই,
সকল সড়কে সব দিগন্তে
কাজের ইশারা পাই।’
এই ভিত্তির বাঁধা হ’লে তীর
আরো কাজ থাকে বাকি
এক বসন্ত শেষ হ’লে আসে
সহস্র বৈশাখী!

সকল হাওয়ায়, সব ঝড়-সংঘাতে
নতুন আশার বুনিয়াদ গড়ি
আমরা ক’জন কারিগর একসাথে।।

বর্ষা, শরৎ পার হয়ে যায়
সুদূর দিগন্তরে,
হিমেল হাওয়ায় হেমন্তিকার
হিম প্রশ্বাস ঝ’রে,
পউষের মাঠ মুখ তুলে চায়
চলে যায় মাঘ, ফাল্গুন ফিরে আসে;
নব সৃষ্টির বুনিয়াদ গড়ি
আমরা ক’জন কারিগর এক সাথে।।

ধরেছে ফাটল যুগ-বিশীর্ণ
যে রুগ্ন বুনিয়াদে,
যার ভিত্তির অতলে তিমির
বনি আদমের শত ব্যর্থতা কাঁদে,
টানি না তো জের সে মৃত পাপের
টানি না সে মৃত মন,
আমরা ক’জন করি এক সাথে
নব সৃষ্টির নয়া ভিত পত্তন।।

শেষ হবে কাজ জানি না কখন
মেলে না তো আর জানিবার অবসর,
বাজুর কুয়তে নির্ভয়, করি
আল্লাতে নির্ভর;
এই বুনিয়াদে গড়া হবে ফের
সব মানুষের ঘর…

তাইতো কখনো হই না অন্যমনা,
জানি র’য়ে যাবো মহৎ সৃষ্টিমূলে
এই আমাদের শান্তি ও সান্ত্বনা।।