সুলতানুল হিন্দ

ইন্দ্রপ্রস্থ ঘননীল যবনিকা অন্তরালে ঢাকি
যে দিন হিলাল-দীপ্তি উদ্ভাসিল সমগ্র আকাশ
-তোমার আশিক দিল, পথ-শ্রান্তি বহু দূরে রাখি
প্রেমের বন্যায় তুমি হে তাপস! আনিলে আশ্বাস
অফুরন্ত জীবনের। বহু শতাব্দীর মারীবিষ
(জড়ায়ে ছিল যে মিথ্যা হিন্দের কলুষ মৃত্তিকায়)
আব হায়াতের ধারা তার বুকে ছড়ালো আশীষ,
সত্যের প্রোজ্জ্বল শিখা দীপ্ত হ’ল রাত্রির হাওয়ায়।

নয়া জিন্দিগীর স্বপ্নে আনিলে নূতন সূর্যোদয়!
সেই থেকে তুমি আছো হিন্দের একক সুলতান!
কোন সম্রাটের ধ্বজা দেখেনি এ জীবন অক্ষয়,
কোন প্রেমিকের বহ্নি জ্বলেনি এমন অনির্বাণ!
প্রেমের জোয়ার নিত্য করিয়া অযুত হৃদি জয়,
তুমি আছো একচ্ছত্র প্রেমিক চিত্তের সুলতান।।