তেজারত

যেন তেন প্রকারেণ উদ্দেশ্য সাধন!
চাঁদ হাতে পেতে হ’লে বামন যেমতি
আকাশে লাগায় মই শ্রান্তিহীন মন,
জাগায় ল্যাংড়া পায়ে অবিশ্রান্ত গতি,
তেমনি আমার ইচ্ছা পূরাতে বাসনা
যেমন ক’রেই হোক, যে উপায়ে হোক
চতুর্দশ প্রেয়সীর জোগাব গহনা
বালবাচ্চাদের ভাগ্যে জ্বালাব’ আলোক

ব্যাংকের গুহায়। প্রতিবেশী পরিজন।
তাহাদের লাগি আমি কি করিতে পারি?
অদৃষ্ট তাদের হোক্ একক কাণ্ডারী।
সুযোগে মেটায়ে ফেলি নিজ প্রয়োজন:
ইত্যাকার কথা ভেবে রাত্রে হামেশাই
কওমের খেদমতে যোগ দিনু ভাই।।