থাবা

চারদিক হ’তে পড়ে ক্রমাগত নৈর্ব্যক্তিক) থাবা,
সঠিক বোঝার আগে দ্রুত পদে টানে সে আড়াল।
কোন্ শ্বেতদ্বীপ কিংবা অরণ্যকুন্তলা শ্যাম জাভা
পাঠায়েছে এই থাবা (আসে নাই বুঝিবার কাল)।
মহাত্মার দেশোয়ালী কোন ভাইয়া কিংবা পেশোয়ারী
নিতান্ত করিয়া দয়া পাঠায়েছে দুর্ভাগ্য হঠাৎ
সুসম্পূর্ণ থাবা হতে ভগ্ন অংশ দুই এক ভরি!
যা হোক নিমেষ মাঝে আমরা সমূলে কুপোকাত।

আবার তলায়ে দেখি এ আবার উত্তরাধিকারে
মোরাও বঞ্চিত নই, লভিয়াছি কিঞ্চিৎ যোগ্যতা,
আদালত ঘর হতে এ্যাসেম্বলীর দুরূহ বাজারে
সুবর্ণ সুযোগ খুঁজি ছড়ায়েছি থাবার বারতা;
সার্থক পুকুর চুরি হুঁশিয়ার দিনে কিংবা রাতে
কখনো সম্মুখ হতে কখনো বা সেরেফ পশ্চাতে।।