ঠাট্টা

ভেবো না বৈশাখী ঝড়ে উড়ে গেছে তোমার কাফন
কবরে নামাতে হ’ল তোমাকে যে ন্যাংটো অবস্থায়-
ঠাট্টা নয়, সত্য বলি আর কোনো ছিল না উপায়,
বেহেশত্ দুঃসাধ্য জানি, বস্ত্র প্রাপ্তি – অসাধ্য সাধন
হে মুর্দা! তোমার রক্ত হয়েছে যাদের প্রসাধন
খামারের ধান আর চাল গেল যাদের গোলায়
তোমার বোঝার আগে কোন্ এক দুর্বোধ্য ঠেলায়
কবরে মূষিক ভাগ্যে তারাই জাগালো প্রহসন।

নির্বোধ কোরো না দুঃখ এসেছিলে নগ্ন অবস্থায়-
এই পৃথিবীর কোলে ফিরে যাও আজও সেই ভাবে,
মাটিতে পড়িলে ঢাকা লজ্জা আর রহিল কোথায়-
সকলি সমান জেনো কবরের তিমির প্রচ্ছায়;
অতএব শান্ত মনে মিশে যাও মৃত্তিকার চাপে
নগ্নদেহে ফিরে যাই আমরাও বিশ্বের সভায়।।