তিমি

পুরাকথা শেষ হ’ল, নর্দমায় প্রাগৈতিহাসিক
প্রাণীরা বাড়ে না আর। ক্ষীয়মাণ কীটাণুর দল।
তিমিরা বিলুপ্ত আজ। যত হানি কঙ্কালে শাবল
বাহিরে আসে না সেই সমুদ্রের যাত্রীরা নির্ভীক।
শতকের নর্দমায় আজ তারা পঙ্কিল পথিক
মৃত্যুমুখী ক্রিমিদল জরাস্তত্ব ধ্বংসের কিনারে
ব’য়ে চলে অফুরান মারী বিষ নির্বোধ বিকারে
যেখানে মৃত্যুর ছায়া কক্কালে আচ্ছন্ন দশদিক।

তিমিরা বাড়ে না নর্দমায়। ক্লেদাক্ত পুরীষে যত
বেড়ে চলে খর্বকায় জীবাণুর মুমূর্ষু সন্ততি,
সংকীর্ণ মৃত্যুর মাঝে আবিল ক্লিন্ন তার গতি
ভুলেছে বিপুল স্রোতে ছুটেচলা তারকার মত,
সমুদ্রের বল্গা টেনে জীবনের দুর্দান্ত সারথি
যে গতি উদ্দাম নীলে রেখেছিল তারা অব্যাহত।।