তথাকথিত

ঘোমটার অন্তরালে কাজ তার করিয়া হাসিল
যে রমণী স্মরণীয়া জনমনে নিত্য বরণীয়া
শাঁখা ও সিঁদুর-ধন্যা আদর্শের তুলেছে পাঁচিল
(বহু বল্লভের নয় নিতান্তই এককের প্রিয়া)
বিশিষ্টের মাঝে আমি দেখেছি যে রূপ বহুবার
সাহিত্যিক সাংবাদিক এবম্বিধ সতী (!) বিজ্ঞাপনে
সৃষ্টির প্রাচীন পেশা আদর্শের নামে দুর্নিবার
খোলসের অন্তরালে বাঁচায়ে রেখেছে সংগোপনে

এ প্রকার মহাজন দেখেছি আমরা দিন রাত
মুহূর্ত সময় লাগে ডিগবাজী খেতে যাহাদের
দেদার আদর্শ মাঝে ক্ষুণ্ণ কভু হয় না বরাত
কমতি হয় না তাই রৌপ্য চক্র অথবা ভাতের
তথাকথিতের দল পরস্পর বিশিষ্ট স্যাঙাত
সহজে জোটায়ে ফেলে প্রভু আর উচ্ছিষ্ট পাতের।।