‘তুমি জাগলে না’

রূপার কাঠির স্পর্শে ঘুমালো যে, সোনার কাঠির
স্পর্শ উঠলো সে জেগে!… শুধু তুমি, তুমি জাগলে না!
ডাক দিলে চম্পা ভোরে, ডেকে গেল রাতে হাস্‌নাহেনা,
শুধু জাগলে না তুমি; কাঁপলো না ঘুমের তিমির।

ঘাসের সবুজ শীষে জমা হ’ল উজ্জ্বল শিশির,
তুমি দেখলে না চেয়ে! হৃদয়ের, জীবনের দেনা
মিটেছে কি সব আজ? পরিচিত পৃথিবী অচেনা
মনে হয়? এ কী মাদকতা তীব্র এ কাল রাত্রির!

যে ঘুম নেশার মত সমাচ্ছন্ন করেছে তোমার
জাগ্রত চেতনা, বুদ্ধি, … বিষ তার র’য়েছে ছড়ানো
সমস্ত সত্তায়, আর ক্লান্তি তার দু’চোখে জড়ানো
নিয়েছে সহজে ছেড়ে উচ্ছসিত প্রাণের জোয়ার।
যদি কথা কও তুমি ঘুমঘোরে (জানো বা না জানো)
সে নয় আত্মার উক্তি; সে কেবল চিত্তের বিকার।।