উপুরি

তোমার শ্যালকপুত্র ক’রেছে আশ্চর্য বাহাদুরী
তিন মাস সময়ের পরিসরে অদ্ভুত সংগিন
বাড়ন্ত সংসারে সেই আনিয়াছে ফাগুন রংগিন
পাকা ইমারত ভাগ্য- স্বপ্ন যাদুকরী। নহে চুরি
আমরা সঠিক জানি সে শুধুই নিছক উপুরি।
বেতনের বিশগুণ টেনে আনে স্বাভাবিকভাবে,
হিংসা করে তারা শুধু নিত্য যারা মরিছে অভাবে,
সঙ্গত আয়কে বলে ধড়ীবাজী কিম্বা জুয়াচুরি।

আমরা হিসাবী লোক করি নিত্য তাহারি দালালি
যার ভারী নিমকের বস্তায় স্ফীতির সম্ভাবনা।
উপায় ধর্তব্য নয়, দিক্ না সকলে করতালি:
চোরভোগ্যা বসুন্ধরা, তন্বী সাকী উদ্ভিন্নযৌবনা
(এর জন্য অপরের থলিয়ায় যদি হানি ছুরি
বলুক চুরি তা লোকে মোরা শুধু বলিব উপুরি)।।