উৎসর্গ

(কোন নির্বোধ কর্মীকে)

যাহারা ঘরের খেয়ে তাড়ায় আপদ বুনো মোষ
আড়ালে যাদের মোরা তৃপ্তি পাই ভ্যাগাবন্ড ব’লে:
তাদেরি স্বগোত্র তুমি (আমরা যে পশুর পা-পোশ
সে কথা না রাখি মনে ভক্তিরসে যাই সদা গ’লে)
কেননা পশুর দয়া-পরিপুষ্ট মন ও শরীর
কিঞ্চিৎ আরামপ্রিয় পাশবিক স্বপ্নে মশগুল
পর-অনুগ্রহে সদা স্বপ্ন দেখে ফুল ও পরীর
যাবতীয় পদাঘাত মেনে চলে নাড়িয়া লাঙুল।

তোমার বরাতে নাই এবম্বিধ আরাম-আয়েশ
জংগলে, সমুদ্র, জলে তাড়া খেয়ে ভাগ্য বেড়ানোর
অগত্যা পৌঁছানো তাই আমাদের সংগীতের রেশ
হ’তে পারো ভাগী এর যদি থাকে অদৃষ্টের জোর;
আর নাহি পারো যদি নামাতে ও মনুষত্ব বিষ
তাহলে তাড়াও যেয়ে যথাস্থানে বনের মহিষ।।