ভূমিকা

অনেকেই বলে: হায়াত দারাজ একরোখা,
মতান্তরে সে তীর ছুঁড়ে মারে চোখা চোখা!
কিন্তু কথাটা সত্য কী না ও কতটুকু
সত্য;- সে কথা ভেবে দেখো আজ ততটুকু।
‘অন্যের মুখে ঝাল খেয়ে চাওয়া বাহাদুরী’
হায়াত দারাজ বলে সর্বদা, ‘ডাহা চুরি।’
বোঝে না সে কেন অন্যের ঝাল ধার করো।
ভিক্ষা-লব্ধ পরের পুচ্ছ সার করো!
শত চেষ্টায় হয়নি জেনো যা কৌলিক,
হাজার কোশেশ ক’রে তা হবে না মৌলিক।
হায়াত দারাজ চায় শশাধরাতে ভুল তার,
কেননা সে চায় সঠিক সত্য মূল তার!
যদি নির্মূল করার চেষ্টা করো, তবে
বন্ধুত্বের খাতা থেকে তার সরো তবে।
পাক হুকুমতে লাগলে আঘাত ছাড়ে না সে,
ব্যঙ্গের বেত অহেতু কখনো নাড়ে না সে,
অকারণে তীর ছোড়ে না অধীর চোখা চোখা,
মন্দ না হলে করে না দ্বন্দ্ব একরোখা।।