দয়াল

ঘরেতে জ্বালা, বাইরে তালা
তবু রাজা, রাজা তোরা
অন্তর বাজা
আজ মিলনের মিলন মেলায়
হবেরে হবেরে আজি গানের পালা।

খোয়াবে দেখিলো দয়াল
শেষের চন্দ্রারাতে,
মানুষের কাধেঁ মানুষের কাঁধ
ভালোবাসা নাহি টলে।

আয় তোরা, আয় তোরা
ঘুম ছেড়ে আয়,
আয় তোরা, আয় তোরা
গান ধরি আয়।।

দয়াল বলে ভেড়াও তরী
আছে দেহ-মন, নাইতো কড়ি,
সোহাগ দেবো ঐ বুকের ভাঁজে
ঘর বাঁধিবো তোর মনের মাঝে।

আসমান পানে পরান মেলিয়া
জ্ঞানের লাঠি হাতে আস্তানায়,
দেহ পিঞ্জিরায় আঁখি মুঞ্জিয়া
জোনাক ওড়ায় রাতের জোছনায়।

কন্ঠ ও সুরঃ জেমস
কথাঃ আনন্দ

(গানটির মূল গীতিকারের ব্যাপারে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।)