লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ
দিল দিল দিল দরিয়ার বুকে বুকে লাগ
লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ
দিল দিল দিল দরিয়ার বুকে লাগ
দেখ খেলা দেখে যা
মন খুলে গেয়ে যা
দেখ খেলা দেখে যা
যা যা যা পাখি
ভাইঙ্গা যা খাঁচা
যা যা যা পাখি, যা যা।
ছুঃ মন্তর ছুঃ দেখে যাও যাদু
দেখ দেখ জীবনের কত রঙ দেখে যাও
ছুঃ মন্তর ছুঃ দেখে যাও যাদু
দেখ দেখ দেখ জীবনের রঙ দেখে যাও
খুইলা যা খুইলা যা
উড়াল দিয়া যা
খুইলা যা খুইলা যা
যা যা যা মনটা ছুটে যা ছুটে যা
যা যা যা মনটা যা যা।
পোড় খাওয়া এই মনে
মেতেছি কত ঢঙে
পোড় খাওয়া
এই মনে
মেতেছি কত ঢঙে
শান্তির মাঝে তবু
আমি জ্বলন্ত নটরাজ
যৌবন জ্বলে যায়
যাক উড়ে যাক
যাক জ্বলে যাক
যাক উড়ে যাক, যা যা।
লাগ ভেলকি লাগ, অন্তর খুইলা
পাপ যত আছে সব দূর হইয়া যাক
লাগ ভেলকি লাগ, অন্তর খুইলা
পাপ যত আছে সব দূর হইয়া যাক
পাপ ছেড়ে পথে আয়
পথে আয় পথে আয়
নেক দিলে চলে আয়
ভাইস্যা ভাইস্যা
নাইচ্যা নাইচ্যা
উড়াল দিয়া আয়।
কন্ঠ ও সুরঃ জেমস
কথাঃ সুমন
(গানটির মূল গীতিকারের ব্যাপারে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।)