পথ

পথের বাপ-ই বাপরে মনা
পথের মা-ই মা,
পথের বুকেই খুঁজে পাবি
আপন ঠিকানা।

পথের দুখই দুখরে মনা
পথের সুখই সুখ,
পথের ভীড়েই খুঁজে পাবি
অচিন প্রিয় মুখ।

এই পথেই ওড়ে পথের ঘুড়ি
লাল নীল সাদা লাল,
পথ থেকে পথে বুনে যাব খালি
নকশিকাঁথার মাঠ।

পথের প্রাণই প্রাণরে মনা
পথের টানই টান,
পথে নেমেই ভুলে যাবি
মান অভিমান।

পথের সুরই সুররে মনা
পথের গানই গান,
পথের ধারেই ভুলে যাবি
ঘরের পিছু টান।

পথের দিনই দিনরে মনা
পথের রাতই রাত,
পথের মোড়েই খুঁজে পাবি
আপন সহজাত।

পথের প্রেমই প্রেমরে মনা
পথের মনই মন,
পথের বাঁকেই খুঁজে পাবি
হাজার প্রিয়জন।

কন্ঠ ও সুরঃ ফারুক মাহফুজ আনাম জেমস
কথাঃ অসিরুদ্দিন মন্ডল, আনন্দ

(গানটির মূল গীতিকারদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।)