সারথি

চলে যাও সব সুখের সারথি
চলে যাও সব সুখ নিয়ে
চলে যাও সব সুখের সারথি
দুঃখ এ বুকে দিয়ে
চলে যাও, সব চলে যাও
এই মায়া ভুলে,
চলে যাও, সব চলে যাও
এই পথ ছেড়ে
চলে যাও।

চলে যাও সব আপন জনা
আপন আমায় পর করে
চলে যাও সব আপন মনা
নুতন সুখের মিথ্যে লোভে
চলে যাও, সব চলে যাও
এই মায়া ভুলে।।

চলে যাও, সব চলে যাও
বেহিসেবী ভুলের মেলায়
দুরে বহুদুরে চলে যায়
চক্ষের পলকে মাতাল রাতে
ভেঙ্গে যায়, সব ভেঙ্গে যায়
চলে যায় সব চলে যায়।

চলে এসো সব দুঃখের সারথি
দুঃখের ভোরে
চলে এসো সব দুঃখের সারথি
একই স্রোতে মিলেমিশে।

জেনে নাও সব জেনে নাও
এই দুখী মনটারে
বুঝে নাও সব বুঝে নাও
জেনে নাও সব জেনে নাও
এই দুঃখি মনটারে
বুঝে নাও সব বুঝে নাও।

জেনে নাও সব জেনে নাও
বুঝে নাও সব বুঝে নাও।।

কন্ঠ ও সুরঃ জেমস
কথাঃ সুমন

(গানটির মূল গীতিকারের ব্যাপারে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।)